যে ভাষায় ‘না’-এর ব্যবহার নেই

দেশ রূপান্তর প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২, ০৯:০৩

নেপালের কুসুন্দা ভাষার কোনো পরিচিত উৎস নেই। এর ‘হ্যাঁ’ বা ‘না’-বোধক কোনো শব্দও নেই। কিছু প্রতিশব্দ রয়েছে শুধু। আদিবাসী জনগোষ্ঠীর এই ভাষায় ভবিষ্যৎ কালের সরাসরি ব্যবহারও দেখতে পাওয়া যায় না। অনর্গল কথা বলে যাওয়ার রীতি রয়েছে শুধু। যে রীতি পরিবর্তনের জন্য উদ্যোগী হয়েছেন ভাষাবিদরা। লিখেছেন নাসরিন শওকত


বনের মানুষ কুসুন্দা


হিমালয়ের কোলে দাঁড়িয়ে আছে নেপাল। এর দক্ষিণের নিম্নাঞ্চলের পাহাড় তেরাইকে ঘিরে রেখেছে শীতের ঘন কুয়াশা। ১৮ বছরের হিমা কুসুন্দা এই অঞ্চলেরই বাসিন্দা। সবেমাত্র স্কুলের বোর্ডিং থেকে বাড়ি ফিরেছে। পরনে তার গোলাপি হুডের সোয়েটার। নেপালের ছোট্ট আদিবাসী গোষ্ঠী কুসুন্দাদের জীবিত শেষ বংশধরদের একজন হিমা। তার সঙ্গে একমাত্র নারী রয়েছেন কমলা খাত্রী। ৪৮ বছর বয়সী কমলা কুসুন্দা ভাষায় অনর্গল কথা বলতে পারেন। বর্তমানের ভাষাতাত্ত্বিক গবেষকরা বিশ^াস করে থাকেন, নেপালে তিব্বতী-ব্রাহ্ম ও ইন্দো-আর্য উপজাতিদের আগমনের আগে হিমালয়ের আশপাশের অঞ্চলজুড়ে কুসুন্দারা নামের একটি প্রাচীন আদিবাসী ভাষাভাষী জাতি বেঁচে ছিল। সবশেষ ২০১১ সালের পরিসংখ্যানের তথ্য মতে, নেপালে ২৭৩ জন কুসুন্দা রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে