You have reached your daily news limit

Please log in to continue


যে কারণে বিশ্বকাপে বেগুনি জার্সি পরবেন মেসিরা

কাতার বিশ্বকাপের ডামাডোল শুরু হয়ে গেছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। বিভিন্ন দল এরই মধ্যে তাদের স্কোয়াডও ঘোষণা করে দিয়েছে। আর এমন আবহেই আসন্ন কাতার বিশ্বকাপের অ্যাওয়ে জার্সি প্রকাশ করলো আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। এবারই প্রথমবারের মতো বেগুনি রংয়ের জার্সি দেখা যাবে লিওনেল মেসিদের গায়ে। জার্সির রং ও ডিজাইন করা হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে মাথায় রেখে। জার্সিতে রয়েছে আধুনিকতার ছোঁয়া। রয়েছে অনন্য ডিজাইন।

জার্সিতে আঁকা থাকবে আর্জেন্টিনার জাতীয় পতাকাও। জার্সির ডিজাইন এবং রংয়ের ক্ষেত্রে পুরুষ এবং নারী দলের জার্সিতে লিঙ্গ-সাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে, জানিয়েছে ক্রীড়া পোশাক প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের যে অ্যাওয়ে ম্যাচগুলো খেলবে, সেখানে তারা এই জার্সি পরেই খেলবে। এই জার্সির ডিজাইন, রং, ভাবনা সবকিছুর বাস্তবায়ন ঘটানো হয়েছে অ্যাডিডাসের পক্ষ থেকে। জার্সি তৈরির উপকরণেও অভিনবত্ব এনেছে অ্যাডিডাস। সমুদ্র সৈকতে পরিবেশ দূষণকারী প্লাস্টিককে কাজে লাগানো হয়েছে এই জার্সি তৈরিতে। প্লাস্টিককে রিসাইকেল করে তৈরি করা হয়েছে এই জার্সি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন