বিশ্ব রেকর্ড গড়া হলো না বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্রের, ৩৩ ঘণ্টা সাঁতরে অসুস্থ

www.ajkerpatrika.com সিলেট জেলা প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২, ২১:৫৪

সাঁতারে বিশ্ব রেকর্ড গড়া হলো না একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যের। ৮৩ কিলোমিটার সাঁতার কাটার পর অসুস্থতার কাছে হার মানতে হল এই বীর মুক্তিযোদ্ধাকে। গতকাল সোমবার সকালে সিলেটের থেকে ২৮৫ কিলোমিটার দূরত্ব পাড়ি দেওয়ার লক্ষ্যে সাঁতার শুরু করেছিলেন ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। 



অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে সুনামগঞ্জ থানার রঙ্গারচর ইউনিয়নের হরিপাটি নামক স্থানের পার্শ্ববর্তী সুরমা নদীতে সাঁতার কাটা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে তাঁকে নৌকায় তোলা হয় এবং যাত্রা স্থগিত ঘোষণা দেওয়া হয়। 



এর আগে বিশ্ব রেকর্ড গড়তে সোমবার সকালে সিলেট থেকে সাঁতার শুরু করেছিলেন ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। নগরীর সুরমা কিনব্রিজ পয়েন্ট সংলগ্ন চাঁদনি ঘাট থেকে সাঁতার শুরু করেন। তাঁর ২৮৫ কিলোমিটার সাঁতরে কিশোরগঞ্জের ভৈরব বাজার ফেরিঘাটে পৌঁছানোর কথা ছিল। এতে প্রায় ৭০ ঘণ্টা সময় লাগতে পারে বলে তাঁর ধারণা ছিল। এই দূরত্ব সাঁতরে যেতে পারলে টানা সাঁতারের বিশ্ব রেকর্ড হতো বলেও জানিয়েছিলেন ক্ষিতীন্দ্র। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও