বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী এখন গৌতম আদানি
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২, ১৮:০৯
ভারতীয় ধনকুবের গৌতম আদানি এতদিন ছিলেন এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি। এখন তিনি বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী। এলভিএমএইচ চেয়ারম্যান বার্নার্ড আর্নল্টকে সরিয়ে প্রথম এশীয় হিসেবে তিনি এই অবস্থান দখল করলেন। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিলিওনিয়ার সূচক অনুসারে সিএনএন এখবর জানিয়েছে।
সূচকের তথ্য অনুসারে, ভারতের শীর্ষ শিল্পগোষ্ঠীর মালিক আদানির বর্তমান সম্পদের মূল্য প্রায় ১৩৭ বিলিয়ন (১৩ হাজার ৭০০ কোটি) ডলার।
চলতি সপ্তাহে তার সম্পদ বৃদ্ধির ফলে তিনি এখন টেসলার সিইও এলন মাস্ক ও আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজসের পেছনে রয়েছেন। তালিকার শীর্ষে থাকা মাস্ক ও বেজসের সম্পদের মূল্য যথাক্রমে ২৫১ বিলিয়ন ও ১৫৩ বিলিয়ন ডলার।