গবেষণা ছাড়া কোনো দেশ এগোতে পারে না: স্বাস্থ্যমন্ত্রী
যে দেশে গবেষণা নাই, সেই দেশ এগিয়ে যেতে পারে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, নানামুখী গবেষণার কারণে বিশ্ব এগিয়ে যাচ্ছে। নগরায়ণ, মানব সভ্যতা এগিয়ে গেছে এই গবেষণার মাধ্যমে।
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গবেষণা কাজে নিয়োজিত ৬৩ কর্মকর্তাকে পুরস্কৃত করতে এ অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।