You have reached your daily news limit

Please log in to continue


শশী থারুর কি কংগ্রেস সভাপতি হতে চান

আগামী ১৯ অক্টোবর ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতির নির্বাচন। রাহুল গান্ধী সভাপতি হতে না চাইলে ওই দিন গান্ধী পরিবারের বাইরে নতুন কাউকে দলটির নতুন সভাপতি হিসেবে দেখা যেতে পারে। কংগ্রেস সভাপতি গান্ধী পরিবারের থেকে কেউ হবেন না এটা ধরে নেওয়া হয়েছে। তবে সোনিয়া গান্ধী চাইছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী দলের শীর্ষ নেতা অশোক গেহলট হোন নতুন সভাপতি। তবে কংগ্রেসের লোকসভার সংসদ সদস্য শশী থারুরের লেখা একটি কলামের পরই কংগ্রেসের নতুন সভাপতি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। খবর এনডিটিভি।

কংগ্রেস পরিচালনার পদ্ধতিতে রদবদল চেয়ে ২৩ জন জ্যেষ্ঠ নেতা ২০২০ সালের আগস্টে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে একটি চিঠি লিখেছিলেন। তাঁদের জি-২৩ বলা হয়। এই ২৩ নেতাদের কয়েকজন দল ছেড়েছেন। জি-২৩-এর লেখা চিঠিতে সই করা গুলাম নবী আজাদ, কপিল সিব্বল ও জিতিন প্রসাদ কংগ্রেস ছেড়েছেন। ২৩ নেতাদের মধ্যে অন্যতম একজন শশী থারুর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন