নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। গতকাল সোমবার রাতে দুই পক্ষের ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫-১৬ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলাটি করেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী। তবে এ ঘটনায় আজ সকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনায় দ্রুত বিচার আইন ২০১৯–এর (১) ৫ ধারায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনার পর থেকে আকবর নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষ আবার সংঘর্ষে জড়াতে পারে বলে আতঙ্কিত এলাকার লোকজন।
গতকাল সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার নদীবেষ্টিত বক্তাবলী ইউনিয়নের আকবর নগর এলাকায় বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সামেদ আলীর লোকজন এবং বক্তাবলী ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। দুই পক্ষের সংঘর্ষে দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৪ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
তবে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় সামেদ আলী ও শওকত আলীকে আসামি করা হয়নি। মামলায় আসামি করা হয়েছে শওকত আলীর সমর্থক জাকির হোসেন (৪০), সামেদ আলীর ছেলে ওসমান গণি (৪০), হৃদয় (২৮), সজীব (৩০), রাজীব (৩২), আরিফসহ (৩৫) দুই পক্ষের ৩৫ জনকে।