গ্যাসের দাম না কমালে ইউরোপে আগামী ৫-১০টি শীতকাল হবে ভয়াবহ
প্রাকৃতিক গ্যাসের দাম কমাতে কিছুই করা না হলে ইউরোপের দেশগুলোকে পরবর্তী ৫ থেকে ১০টি ভয়াবহ শীতের মৌসুম মোকাবিলা করতে হবে। বেলজিয়ামের জ্বালানিমন্ত্রী টিনে ফন ডার স্ট্রাটেন এ সতর্কতা উচ্চারণ করেছেন। খবর বিবিসির
ইউরোপীয় ইউনিয়নজুড়ে (ইইউ) গ্যাসের দামে লাগাম দেওয়া এবং বিদ্যুতের দাম থেকে গ্যাসের দাম আলাদা করার দাবি জোরদার হচ্ছে।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করায় গ্যাসের প্রধান সরবরাহকারী রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইইউসহ পশ্চিমা বিশ্ব। এর জেরে জ্বালানির ব্যাপক মূল্যবৃদ্ধি সামাল দিতে হিমশিম খাচ্ছে ইইউভুক্ত দেশগুলো।
ইউক্রেন সমর্থক দেশগুলো রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানি কমানোর চেষ্টা করছে। গত বছর ইউরোপের চাহিদার ৪০ শতাংশ গ্যাস সরবরাহ করেছিল রাশিয়া। নিষেধাজ্ঞা আরোপের ফলে দেশটি গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে।
বেলজিয়ামের জ্বালানিমন্ত্রী স্ট্রাটেন টুইটারে লেখেন, ইউরোপে জরুরি ভিত্তিতে গ্যাসের দামে লাগাম দেওয়া প্রয়োজন। গ্যাস ও বিদ্যুতের দামের মধ্যে সম্পর্কটা কৃত্রিম এবং এর সংস্কার হওয়া দরকার।
স্ট্রাটেন বলেন, ‘আমরা যদি কিছুই না করি, তাহলে পরবর্তী ৫ থেকে ১০টি শীতকাল হবে ভয়াবহ। আমাদের অবশ্যই গোড়ায় হাত দিতে হবে, ইউরোপীয় পর্যায়ে। অবশ্যই গ্যাসের দামে লাগাম দিতে হবে।’
গ্যাসের দামের কারণে ইউরোপে বিদ্যুতের দামও লাফিয়ে বাড়ছে। চলতি সপ্তাহে বিদ্যুতে সর্বোচ্চ দামের রেকর্ড হয়েছে।