বিয়ের জন্য চাপ দেওয়ায় তরুণীকে পেটানোর অভিযোগ
নরসিংদীর পলাশে এক তরুণীকে (১৮) তাঁর প্রেমিক লোহার শিকল দিয়ে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে আহত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা।
আজ রোববার দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম জাহাঙ্গীর মৃধা (২০)।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, প্রায় দেড় বছর আগে ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামের শরফত আলীর ছেলে জাহাঙ্গীর মৃধার সঙ্গে মোবাইলে রং নম্বরের মাধ্যমে পরিচয় হয়। এরপর তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে জাহাঙ্গীর বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কও গড়ে তোলেন। পরে বিয়ে করার জন্য চাপ দেওয়া হলে জাহাঙ্গীর তাতে রাজি হচ্ছিলেন না। উল্টো ক্ষিপ্ত হয়ে তাকে নানাভাবে হুমকি দিতে থাকেন। রোববার দুপুরে বিয়ের বিষয়ে জাহাঙ্গীরের সিদ্ধান্ত জানতে তার বাড়িতে যান ওই তরুণী। এ সময় ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর লোহার শিকল দিয়ে পিটিয়ে তাকে আহত করেন। এতে তিনি অচেতন পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নারী পেটানো
- পেটানোর অভিযোগ