You have reached your daily news limit

Please log in to continue


পাকিস্তানের বিপক্ষে ভারতের একাদশ ফাঁস!

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সবশেষ দেখা গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেবার পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত। সেই ক্ষত এখনও মুছেনি। এবার ফের এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। বাবর আজমদের বিপক্ষে হাইভোল্টেজ লড়াইকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করছেন রোহিত শর্মারা। সে প্রস্তুতির কয়েকটি ছবি পোস্ট করেছে বিসিসিআই। আর পোস্ট দেখেই সমর্থকরা একাদশে কারা থাকছেন তা অনুমান করে নিয়েছেন।


যেসব খেলোয়াড়ের অনুশীলনের ছবি পোস্ট করা হয়, তাদের সবাই দলে নিয়মিত। নামগুলো হল, লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, আবেশ খান ও আরশদ্বীপ সিং। পোস্টে ছবিগুলো যেভাবে সাজানো হয়েছে, তাতে সমর্থকরা মনে করছেন, ওই ছবিগুলো দিয়ে প্রকারান্তরে পাকিস্তান ম্যাচের একাদশই ফাঁস করে দিয়েছে বিসিসিআই।


লক্ষ্যণীয় ব্যাপার হলো, বিসিসিআইয়ের পোস্টে ছবি নেই রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণুই এবং দীপক হুদার। ক্রিকেটানুরাগীদের অনেকেই মনে করছেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাদের একাদশে জায়গা হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন