ক্যান্সারের নাম লিম্ফোমা

কালের কণ্ঠ প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২, ১৬:০৪

রক্তের প্রধান উপাদান দুটি—রক্তরস ও রক্তকোষ। রক্তের বিভিন্ন কোষীয় উপাদানের একটি হলো লিম্ফোসাইট, যা মূলত এক প্রকার শ্বেত রক্তকণিকা। এর প্রধান কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা। বিভিন্ন কারণে এই লিম্ফোসাইটের অস্বাভাবিক বৃদ্ধি হলে দেখা দেয় লিম্ফোমা নামক ক্যান্সার।


ক্যান্সারটি মূলত ‘লিম্ফনোড’ বা লসিকা গ্রন্থিগুলোকে আক্রান্ত করে।


লিম্ফোসাইট যেসব অঙ্গে তৈরি ও বৃদ্ধি হয়, এসব অঙ্গের মধ্যে রয়েছে লিম্ফনোড, স্প্লিন (প্লিহা), টনসিল ইত্যাদি। লিম্ফনোড শরীরের বিভিন্ন জায়গায় রয়েছে। তবে গলার দুই দিকে, বগলে, কুঁচকিতে, ফুসফুসের দুই পাশে ও পেটের অভ্যন্তরে এর উপস্থিতি বেশি বোঝা যায়। স্বাভাবিক অবস্থায় এগুলো বোঝা যায় না। কিন্তু কোনো কারণে আকার বড় হলে তা বোঝা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও