![](https://media.priyo.com/img/500x/https://images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2022/08/26/1301541-liger-movie.jpg?itok=MmOoO6eh×tamp=1661522791)
লাইগারে কত পারিশ্রমিক নিলেন বিজয়-অনন্যা
ডেইলি স্টার
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২, ২০:২৪
বিজয় ও অনন্যা অভিনীত 'লাইগার' সিনেমাটি গতকাল মুক্তি পেয়েছে। মুক্তির পর সামনে আসছে এই সিনেমার নেপথ্যের অনেক ঘটনা।
যেমন সিনেমাটির নায়ক বিজয় দেবেরাকোণ্ডা পারিশ্রমিক নিয়েছেন ৩৫ কোটি টাকা। অন্যদিকে নায়িকা অনন্যা পাণ্ডে পারিশ্রমিক পেয়েছেন ৩ কোটি টাকা।
এখন সিনেমাটা কতটা লাভ করতে পারে সেটা দেখার অপেক্ষায় আছেন বলিউড চলচ্চিত্র বিশ্লেষকরা
'লাইগার' বিজয় দেবেরাকোণ্ডার প্রথম বলিউড সিনেমা। পুরী জগন্নাথ পরিচালিত সিনেমাটি প্রথম দিন বিশ্বব্যাপী ২৪.৫ কোটি রুপি আয় করেছে। অন্যদিকে হিন্দি সংস্করেণ আয় করেছে ৫ কোটি রুপি।