You have reached your daily news limit

Please log in to continue


চিলির শহরের আকাশে বেগুনি মেঘ ঘিরে রহস্য

মেঘ সাধারণত কালো বা সাদাই হয়। সূর্যোদয় বা সূর্যাস্তে তাতে যোগ হয় নানা আভা। তাই হঠাৎ যদি আকাশে এক বর্ণের রঙিন মেঘের আবির্ভাব ঘটে, তাহলে লোকজনের চমকে যাওয়ারই কথা। চিলি পোসো আলমন্তে শহরে এমনটাই ঘটেছে।

আকাশে বেগুনিরঙা মেঘের আবির্ভাব হওয়ায় লাতিন আমেরিকার দেশটিতে শোরগোল পড়ে গেছে। পোসো আলমন্তে শহরের আকাশের কিছু অংশ জুড়ে সম্প্রতি এমনই রঙিন মেঘ লক্ষ করেন স্থানীয়রা। আল দিয়া নামে এক সংবাদমাধ্যমে এই রঙিন মেঘের বিষয়টি প্রকাশিত হয়েছে।

স্থানীয় প্রশাসন রঙিন মেঘের রহস্যভেদে অনুসন্ধান শুরু করেছে। পোসো আলমন্তে শহরের কাছে একটি খনি আছে। তার ঠিক ওপরেই এই মেঘের দেখা মিলেছে। পরিবেশ বিভাগের কর্মকর্তা এমানুয়েল ইবারা দাবি করেছেন, খনির কোনো পাম্প বিকল হওয়ার কারণে তার থেকে সৃষ্ট ধোঁয়ায় এই আস্তরণ তৈরি হয়েছে। তবে এর পেছনে প্রাকৃতিক কোনো কারণ আছে কি না তা-ও ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন