বাইডেনের মেয়ের ডায়েরি চুরি করে ৪০ হাজার ডলারে বিক্রি করেছিলেন তাঁরা
প্রথম আলো
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২, ১৫:৪০
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়ে অ্যাশলি বাইডেনের ব্যক্তিগত ডায়েরি চুরি করে তা ৪০ হাজার ডলারে বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করেছেন দুই ব্যক্তি।
২০২০ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে জো বাইডেনের নির্বাচনী লড়াই চলার সময় ডায়েরিটি চুরি করেছিলেন তাঁরা। আদালতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের জমা দেওয়া নথির বরাতে এসব তথ্য জানিয়েছে এএফপি।
ইতিমধ্যে নিজেদের দোষ স্বীকার করা ওই দুই ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে বিচার বিভাগ। তাঁরা হলেন আইমি হ্যারিস ও রবার্ট কুরলান্ডার। আদালতে জমা দেওয়া নথিপত্রে ভুক্তভোগীকে ‘প্রার্থী-১’-এর মেয়ে বলে উল্লেখ করা হয়েছে। প্রার্থী-১ বলতে বাইডেনকেই বোঝানো হয়ে থাকে।