কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এশিয়া কাপে নতুন চ্যাম্পিয়ন চান সাকিব

বার্তা২৪ প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২, ১০:৪০

এশিয়া কাপে একবারও শিরোপা জিতেনি বাংলাদেশ। টানা ৩ আসরে ফাইনাল খেলেও এশিয়ার সেরা দল হওয়া থেকে এক কদম দূরে থেকে যায় লাল-সবুজের দলটি। ২৭ আগস্ট থেকে শুরু হবে টুর্নামেন্টের ১৫তম আসর। আর এবারের আসরে নতুন কোন দলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান সাকিব আল হাসান।


বৃহস্পতিবার টি-টেন লিগের দল বাংলা টাইগার্স আইকন ক্রিকেটার হিসেবে সাকিবের নাম ঘোষণা করে। দুবাইয়ে দলটির আয়োজিত এক অনুষ্ঠানে আসন্ন এই টুর্নামেন্টটিকে নিয়ে নিজের মতামত জানান বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।


 

এখন পর্যন্ত এশিয়া কাপের ১৪টি আসরে সবচেয়ে বেশি ৭বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ৫বার জিতেছে শ্রীলঙ্কা ও ২বার পাকিস্তান। তাই সাকিবের চাওয়া নতুন কোন দল এবারের শিরোপা ঘরে তুলুক। এমনকি ঠাট্টার চলে তিনি এটাও বলেছেন ফাইনালে যে কোন প্রতিপক্ষকেই পেতে চাইবে তার দল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও