সকালে জলখাবার খেতে দেরি করেন? ডায়াবিটিসের ঝুঁকি বাড়তে পারে
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২, ০৯:৩০
ওজন ঝরাবেন বলে প্রাতরাশ বাদ দিচ্ছেন? কিংবা সকালে উঠলেও গড়িমসি করে জলখাবার খেতে দেরি করে ফেলছেন? সাবধান!
থাবা বসাতে পারে ডায়াবিটিস। এমনিতেই যাঁরা একটু সকালে ঘুম থেকে উঠে সময়ে প্রাতরাশ সারেন, তাঁদের শরীর-স্বাস্থ্যের উপর রোগের প্রকোপ অনেকটাই কম পড়ে।
কিন্তু দেরিতে ওঠা বা দেরি করে প্রাতরাশ করা ডেকে আনতে পারে বিপদ।একটি গবেষণায় দাবি করা হচ্ছে, সকাল সকাল প্রাতরাশ সারলে রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এমনকি, এই অভ্যাস টাইপ টু ডায়াবিটিসের ঝুঁকিও কমায়।