
আ.লীগের যোগাযোগে বিএনপির একাংশ
বর্তমান সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনে যাবে না এমন অনড় অবস্থানের কথা বারবার বলে আসছে বিএনপি। শক্তি-সামর্থ্যরে দিক থেকে রাজপথের এই বড় দলটি নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন করলেও ক্ষমতাসীনরা মনে করছে, বিএনপির লক্ষ্য দরকষাকষি করে সরকারের কাছ থেকে কিছু দাবি আদায় করা। তলে তলে তারা ঠিকই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এ পর্যায়ে বিএনপির একাংশ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বলে দাবি করছে ক্ষমতাসীনরা।
ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা দাবি করছেন, বিএনপির শীর্ষ সারির অন্তত ১০ নেতা নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়ে তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তারা শর্তসাপেক্ষে শেখ হাসিনা সরকারের অধীনেই নির্বাচন করতে রাজি। শর্তটি হলো, তাদের নামে থাকা মামলা প্রত্যাহার করলে তারা নির্বাচন করবেন।
আওয়ামী লীগের ওই নেতাদের দাবি অনুযায়ী, বিএনপির একাংশের মধ্যে মামলা নিয়ে ভয়ে আছেন। অন্যদিকে দলের নেতৃত্ব নিয়েও তাদের হতাশার কথা জানিয়েছেন তারা। বিএনপির এ নেতাদের লক্ষ্য সংসদে জোরালো অবস্থান তৈরি করে ক্ষমতায় আসার জন্য আন্দোলনকে আরও চাঙ্গা করা।