শুরুটা শুরুর মতোই
২০১৯ সালের ১৯ মে ‘গেম অব থ্রোনস’-এর শেষ পর্ব প্রচারিত হয়। এরপর তিন বছর পেরিয়ে গেলেও ভক্তদের মধ্যে তুমুল জনপ্রিয় সিরিজটির রেশ এখনো কাটেনি। সিরিজের পাত্র-পাত্রীদের যেকোনো জায়গায় গেলে এখনো ‘গেম অব থ্রোনস’ নিয়ে প্রশ্ন শুনতে হয়। তবে ভক্তদের কিছুটা সান্ত্বনা ছিল, সিরিজের পিকুয়েল আসছে। অবশেষে শেষ হয়েছে অপেক্ষার পালা। ২১ আগস্ট এইচবিওতে প্রিমিয়ার হয়েছে বহুল প্রতীক্ষিত ‘হাউস অব ড্রাগন’-এর প্রথম পর্বের। অনেক সময়ই ব্যাপক জনপ্রিয় কোনো সিরিজের সিকুয়েল বা পিকুয়েল আসলে প্রত্যাশা পূরণ করতে পারে না।
কিন্তু ‘হাউস অব ড্রাগন’-এর প্রথম পর্ব প্রচারের পর থেকে অন্তর্জালে সিরিজটির প্রশংসায় পঞ্চমুখ দর্শক। এইচবিওর ওটিটি প্ল্যাটফর্মে প্রথম পর্ব প্রচারের পর দেখেছেন প্রায় এক কোটি দর্শক। সব মিলিয়ে বলা যায়, শুরুটা হয়েছে শুরুর মতোই। সিরিজটি তৈরি হয়েছে জর্জ আর আর মার্টিনের ফ্যান্টাসি উপন্যাস ফায়ার অ্যান্ড ব্লাড অবলম্বনে।
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমা
- নতুন সিজন
- নতুন সিরিজ