ফের ‘ফিচার চুরিতে’ ইনস্টাগ্রাম, এবার বিরিয়েল থেকে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২, ১৮:২১

ফ্রান্সের সামাজিক অ্যাপ ‘বিরিয়েল’-এর মতোই ব্যবহারকারীদের জন্য দুই মিনিটের মধ্যে ছবি শেয়ারের একটি ফিচার পরীক্ষা করছে ইনস্টাগ্রাম। নতুন এই ফিচারের নাম ‘আইজি ক্যানডিড’।


বিরিয়েল এমন একটি অ্যাপ, যা দৈনিক একবার বন্ধুদের সঙ্গে ফিল্টার ছাড়া একটি ছবি শেয়ার করতে বলে ব্যবহারকারীকে। একে ‘ইনস্টাগ্রাম বিরোধী’ অ্যাপ হিসেবে আখ্যা দিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।


কিশোর-কিশোরীদের মধ্যে এই ফিচারের জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকায় ব্যবহারকারীর জন্য বিরিয়েলের ‘ক্লোন’ ফিচারটি চালু করতে পারে ইনস্টাগ্রাম।


সিনেটের প্রতিবেদন অনুযায়ী, অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম ‘আটকানোর চেষ্টা’ হিসেবে এই পদক্ষেপ নিচ্ছে মেটা মালিকানাধীন ফটো শেয়ারিং অ্যাপটি।


প্রতিদ্বন্দ্বী কোনো অ্যাপের ফিচার অনুকরণ করা কেবল সময়ের ব্যাপার ছিল ইনস্টাগ্রামের কাছে। এ ছাড়া, বেশ কিছু দিন ধরেই গোপনে ‘আইজি ক্যানডিড’ ফিচারের পরীক্ষা চালিয়ে আসছিল ইনস্টাগ্রাম।

সোমবার ইনস্টাগ্রামের নতুন ফিচার দেখে এই পরীক্ষা সম্পর্কে টুইট করেছেন অ্যাপ নির্মাতা আলেসান্দ্রো পালুজ্জি।


“আইজি ক্যান্ডিড’ একটি অভ্যন্তরীণ প্রোটোটাইপ এবং প্রকাশ্যে এর পরীক্ষা হচ্ছে না।” --এক বিবৃতিতে বলেছেন মেটা মুখপাত্র ক্রিস্টিন পাই।


ইনস্টাগ্রাম এই ফিচার প্রকাশ্যে পরীক্ষা করবে কি না, সেটি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে, ইঙ্গিত মিলছে যে পরীক্ষা শেষ হলেই ফিচারটি প্রকাশ্যে আনতে পারে মেটার ফটো শেয়ারিং অ্যাপটি।


এরইমধ্যে ডিভাইসের সামনের ও পেছনের ক্যামেরা ব্যবহার করে বিরিয়েলের মতোই একটি কনটেন্ট রেকর্ডের ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও