
ঝোঁক বাড়ছে ফিচার ফোনের প্রতি
বণিক বার্তা
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ১০:২৭
আজকের যুগে স্মার্টফোন বেশির ভাগ মানুষেরই দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ডিভাইসটি সহজলভ্য ও হাতের নাগালে চলে আসায় এর ব্যবহার দ্রুত বাড়ছে। গবেষণা দেখিয়েছে, নিয়মিত স্মার্টফোন ব্যবহার ঘুম, কর্মদক্ষতা ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমনকি শুধু স্মার্টফোনের কাছাকাছি থাকা থেকেও মস্তিষ্কে প্রভাব পড়তে পারে। খবর সিএনএন।
সাম্প্রতিক সময়ের কিছু গবেষণায় দেখা গেছে, স্মার্টফোন থেকে দূরে থাকার পথ বেছে নিচ্ছে অনেকে। কেউ কেউ এটি করছে সুস্থতা ও মানসিক শান্তির জন্য, কেউ তথ্যনিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, আবার কেউ চাইছে নিরবচ্ছিন্ন অনলাইনের চাপ থেকে মুক্তি পেতে। এক্ষেত্রে অনেকেই সমাধান হিসেবে বেছে নিচ্ছে ‘ডামফোন’ বা ফিচার ফোনকে।