টিকটিকি তাড়ানোর সহজ উপায় জেনে নিন

কালের কণ্ঠ প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২, ১৮:০১

টিকিটিকর টিক টিক টিক শব্দ অনেকে পছন্দ করেন না। টিকটিকি পোকা মাকড় খেয়ে সাফ করে এটা ঠিক। তবে ঘর অনেক নোংরা করে। তাছাড়া দেয়ালের ওপর দিয়ে হেঁটে গেলে দেখতেও কেমন লাগে।


টিকটিকি তাড়ানোর কিছু ঘরোয়া উপায় আছে।


টিকটিকি তাড়ানোর স্প্রে


বাড়িতেই বানিয়ে নিতে পারেন টিকটিকি তাড়ানোর স্প্রে। কালো গোলমরিচের গুঁড়ো করে পানিতে মিশিয়ে নিন। তার পরে সেই পানি টিকটিকির ঘোরাফেরার এলাকাগুলিতে স্প্রে করে দিন। মরিচের গন্ধে টিকটিকির অ্যালার্জির সমস্যা হয়। যেদিকে স্প্রে করবেন সেদিকে আর আসবে না।


ডিমের খোসা


ডিমের খোসা শুকিয়ে নিন। যে ঘরে টিকটিকির উৎপাত বেশি সেই ঘরের এক কোনায় রেখে দিন। ছোট ছোট সাইজের ঠিকঠিকিগুলো ডিমের গন্ধ নিতে পারে না। তাই সব পালিয়ে যাবে।


পেঁয়াজ-রসুন


পেঁয়াজ-রসুন এর গন্ধেও কিন্তু ঠিকঠিকি পারিয়ে যায়। এমনকি টিকটিকি ফিরেও আসে না।  ছোট পাত্রে পেঁয়াজ বা রসুন ঘরের কোনে রাখতে পারেন।


ন্যাপথলিন


ন্যাপথলিনের ঝাঁঝালো গন্ধে টিকটিকির অস্বস্তি হয়। ফলে যে সব কোণে টিকটিকির উৎপাত বেশি, সেখানে ন্যাপথলিন রাখা থাকলে টিকটিকি সেই এলাকা ছেড়ে পালাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও