কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোভিড: শনাক্ত ২৫৮, মৃত্যু একজনের

বিডি নিউজ ২৪ স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২, ১৭:৩১

দেশে গত একদিনে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা বেড়ে ২৫৮ হয়েছে, বেড়েছে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৯৪টি নমুনা পরীক্ষা করে এই ২৫৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে আরও একজনের।


তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে ৪ দশমিক ৩৮ শতাংশ হয়েছে। আগেরদিন শনাক্তের হার ৩ দশমিক ৮৯ শতাংশ ছিল।

বুধবার সারাদেশে ১৬৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, আর তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।


নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১০ হাজার ৭৪৮ জন হয়েছে। গত একদিনে আরও একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২০ জন হয়েছে।


গত ২৪ ঘণ্টায় ২২১ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৪ হাজার ৮০৬ জন।


নতুন শনাক্ত ১৭৩ জনের মধ্যে ২১০ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৪২ জেলায় গত একদিনে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও