গরিব মানুষের আর কী হবে, দুঃখে যাদের জীবন গড়া...

প্রথম আলো প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২, ১৫:১২

‘বলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে’খ্যাত বাউল সুকুমার বৈরাগীর আজ নতুন গান ইউটিউবে মুক্তি পাবে। তাঁর গাওয়া বেশ কয়টি গান মুক্তির অপেক্ষায় রয়েছে। এসব গান করেও বেঁচে থাকতে কঠিন জীবনসংগ্রাম করে যেতে হচ্ছে। বগুড়ার গ্রামের বাড়ি থেকে বর্তমান ব্যস্ততাসহ নানা প্রসঙ্গে কথা বললেন তিনি।


কেমন আছেন?


হ্যাঁ দাদু (হাসি), আমি যেভাবে আছি এই ভালো। বেঁচে তো আছি। শারীরিক অবস্থা খুব একটা ভালো না। মাথায় একটু সমস্যা ছিল। শরীর দুর্বল দুর্বল ভাব। কদিন ধরে যা খাই, তাই বমি হয়ে যায়। এখন কিছুটা ভালো।


চিকিৎসা করিয়েছেন?


আমি ছোটকাল থেকেই ওষুধপাতি খুব কম খাই। আমাদের বাউলের পথে থাকতি হলি বিশ্বাস করে চলতি হয়। এটাই বড় জিনিস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও