কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডিএসইতে এমডি টেকে না কেন

প্রথম আলো ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২, ১০:২১

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদটি পুরোপুরি ‘মিউজিক্যাল চেয়ারে’ পরিণত হয়েছে। আর এ চেয়ারের মিউজিক বাজিয়ে চলেছেন প্রভাবশালী ভাইয়েরা ও তাঁদের অনুগত ভাইয়েরা। ভাইদের বলয়ের বাইরে গিয়ে এ সংস্থায় দায়িত্ব পালন করা অত্যন্ত দুরূহ কাজ।


তাই এ পদে থেকে ভালোভাবে দায়িত্ব পালন করে মেয়াদ শেষ করতে পারা সৌভাগ্যবান এমডির সংখ্যা খুবই কম। সর্বশেষ গত মঙ্গলবার পদত্যাগ করেছেন ডিএসইর এমডি তারিক আমিন ভূঁইয়া। ৩ বছরের জন্য নিয়োগ পাওয়া এ এমডিকে পদ ছাড়তে হলো ১৩ মাসের মাথায়।


ডিএসইর চেয়ারম্যানের কাছে ই-মেইলে পাঠানো পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, যেভাবে তিনি কাজ করতে চাচ্ছিলেন, সেভাবে কাজ করতে পারছেন না। তাই তিনি এ পদে দায়িত্ব পালন করতে অনাগ্রহ প্রকাশ করেছেন।


খোঁজ নিয়ে জানা গেছে, এবারও এমডির হঠাৎ পদত্যাগের পেছনে মূল কারণ ছিল সংস্থাটির পরিচালনা পর্ষদের সঙ্গে মতপার্থক্য। বেশ কিছুদিন ধরে ছোট ছোট নানা ইস্যুতে এ মতপার্থক্য চলে এলেও সম্প্রতি সেটি প্রকট হয়ে ওঠে শতাধিক কর্মকর্তার পদোন্নতি ঘিরে। এমডি তাঁর ক্ষমতাবলে এ পদোন্নতি দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও