ভারতে আইফোন ১৪ তৈরির যন্ত্রাংশ পাঠাচ্ছে অ্যাপল
আইফোন ১৪ নির্মাণের যন্ত্রাংশ চীন থেকে ভারতীয় কারখানায় পাঠানো শুরু করেছে অ্যাপলের সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ এবং বেইজিংয়ের জিরো কভিড নীতির কারণে বিকল্প হাব খুঁজছে ম্যানুফ্যাকচারিং জায়ান্টরা। এক্ষেত্রে ভিয়েতনামের পর পছন্দের গন্তব্য হিসেবে দাঁড়াচ্ছে ভারত। টেক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, চীন থেকে আইফোন ১৪ তৈরির যন্ত্রাংশ চেন্নাই কারখানায় পাঠানো এবং সেখানে অ্যাসেম্বল করার প্রক্রিয়া শুরু করেছে অ্যাপলের অন্যতম সরবরাহকারী ফক্সকন। ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চীনের বিকল্প ম্যানুফ্যাকচারিং হাব খোঁজা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে অ্যাপল ও স্যামসাংয়ের মতো কোম্পানির।
চলতি মাসের শুরুতে জাপানভিত্তিক নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ভিয়েতনামে ২০২৩ সালের মধ্যে সেমিকন্ডাক্টর যন্ত্রাংশ তৈরি করবে স্যামসাং। নিজেদের শিল্পোৎপাদন খাতে বৈচিত্র্য আনার লক্ষ্যে এ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিশ্বের বৃহত্তম মেমোরি চিপ নির্মাতা কোম্পানিটি। ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় থাই এনগুইয়েন প্রদেশে স্যামসাংয়ের ইলেকট্রো-মেকানিকস কারখানায় বল গ্রিড অ্যারে বা বিজিএ হিসেবে পরিচিত চিপ ক্যারিয়ার নির্মাণের পরীক্ষা চলছে। শিগগিরই পুরোদমে উৎপাদনে যাবে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। ভিয়েতনাম কারখানায় সেমিকন্ডাক্টর উৎপাদন হবে স্যামসাংয়ের তৃতীয় পণ্য। এর আগে স্মার্টফোন ও গৃহস্থালি পণ্য উৎপাদন হয়ে আসছিল স্যামসাংয়ের বৃহত্তম কারখানায়।