 
                    
                    ছেলের বউয়ের শ্লীলতাহানি, শ্বশুরের কারাদণ্ড
দিনাজপুরের বিরামপুরে ছেলের বউয়ের শ্লীলতাহানির অভিযোগে নুরুজ্জামান ইসলাম (৪২) নামের এক অটোরিকশা চালককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার জোতবানি ইউনিয়নের কসবা সাগরপুর (পাটনচড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নুরুজ্জামান ইসলাম ওই এলাকার মমির উদ্দিনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য দছির উদ্দিন জানান, নুরুজ্জামান পেশায় একজন অটোরিকশা চালক। প্রতিদিনের মতো অটোরিকশা চালিয়ে মঙ্গলবার গভীর রাতে বাড়ি আসেন নুরুজ্জামান।
বাড়িতে তার স্ত্রী ও ছেলে না থাকার সুযোগে বউমার ঘরে প্রবেশ করে শ্লীলতাহানি করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে নুরুজ্জামানকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল সরকার নুরুজ্জামানকে এক বছরের কারাদণ্ড দেন।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                