চন্দ্র অভিযানে এবার নারী নভোচারী

সমকাল প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২, ১৯:১৭

১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের 'অ্যাপোলো ১১' মিশনের মাধ্যমে প্রথমবারের মতো মানুষের পদচিহ্ন পড়েছিল চাঁদের বুকে। এরপর আরও কয়েকটি মিশনের মাধ্যমে সত্তর দশকে চাঁদে গেছেন নভোচারীরা। এরপর অর্ধ শতকেরও বেশি সময় ধরে চাঁদে পড়েনি মানুষের পা। এবার আর্টেমিস মিশনে ফের চাঁদে যেতে চাইছে যুক্তরাষ্ট্র। এজন্য বেশ কয়েকটি মিশনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দেশটি। এই মিশন বাস্তবায়নে কাজ করছে মহাকাশ গবেষণা নাসা। এই মিশনে এবারই প্রথমবারের মতো অন্তত একজন নারী নভোচারী যাবেন চাঁদে। পরিকল্পনা ঠিকঠাক থাকলে এবারই প্রথম নারী নভোযাত্রীর পদচিহ্ন পড়বে চাঁদের বুকে।


শুধু নভোচারী নন, আর্টেমিস মিশনের উৎক্ষেপণ প্রধান হিসেবেও থাকবেন ব্ল্যাকওয়েল-থম্পসন নামে এক নারী। মিশনটি সফল হলে চাঁদের বুকে প্রথম অ-শ্বেতাঙ্গ নভোচারীর পা পড়বে। চন্দ্রপৃষ্ঠে ফের মানুষ পদচিহ্ন এঁকে দিতে নাসা বেছে নিয়েছে চাঁদের দক্ষিণ মেরু। পাশাপাশি ২০২৫ সালের আর্টেমিস-থ্রি মিশনে নভোচারীদের অবতরণের সম্ভাব্য স্থান হিসেবে চাঁদের দক্ষিণ মেরুর ১৩টি স্থানের তালিকা প্রকাশ করেছে নাসা। পাশাপাশি ২০২৫ সালের আর্টেমিস-থ্রি মিশনে নভোচারীদের অবতরণের সম্ভাব্য স্থান হিসেবে চাঁদের দক্ষিণ মেরুর ১৩টি স্থানের তালিকা প্রকাশ করেছে মহাকাশ গবেষণা সংস্থাটি। আর্টেমিস-থ্রি মিশনে চাঁদের দক্ষিণ মেরু থেকে গবেষণার জন্য পানির বরফের নমুনা সংগ্রহ করবেন নাসার নভোচারীরা। ২০২৫ সালেই চাঁদের দক্ষিণ মেরু জয় করতে চায় নাসা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও