You have reached your daily news limit

Please log in to continue


কোভিড: শনাক্ত ১৬৭, মৃত্যু ৩ জনের

করোনাভাইরাসের সংক্রমণ কমার মধ্যে গত একদিনে সারাদেশে ১৬৭ নতুন রোগী শনাক্ত হয়েছে; মৃত্যু হয়েছে তিন জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৯৩টি নমুনা পরীক্ষা করে এই ১৭৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৯ শতাংশে। আগের দিন এই হার ছিল ৩ দশমিক ৮৫ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১০ হাজার ৪৯০ জন হয়েছে। তাদের মধ্যে মোট ২৯ হাজার ৩১৯ জনের মৃত্যু রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২৩৫ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৪ হাজার ৫৮৫ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন