You have reached your daily news limit

Please log in to continue


আথিয়া-রাহুলের বিয়ের বাধা নিয়ে মুখ খুললেন সুনীল শেঠি

মেয়ে আথিয়া শেঠি আর ক্রিকেটার প্রেমিক কে এল রাহুল কবে বিয়ে করছেন তা নিয়ে প্রায়ই নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় বলিউড অভিনেতা সুনীল শেঠিকে। আর তা নিয়ে নিজের মতো করে জবাবও দেন তিনি। 


বেশ কয়েক বছর ধরেই রাহুল আর আথিয়ার প্রেম চলছে। এমনকি রাহুলের ট্যুরেও অংশ নেন অভিনেত্রী কখনও কখনও। ছুটিও কাটান একইসঙ্গে। মাঝে শোনা যাচ্ছিল, লিভ ইন করার পরিকল্পনা তারা করেছেন। এমনকি সেই কারণে ফ্ল্যাটও ভাড়ায় নিতে চলেছেন রাহুল।

ইস্টান্ট বলিউডের পক্ষ থেকে সুনীলকে প্রশ্ন করা হয় আথিয়া আর রাহুলের বিয়ে নিয়ে। জবাবে বলেন, ‘যেভাবে বাচ্চারা ঠিক করবে। রাহুলের তো এখন শিডিউল আছে। এখন এশিয়া কাপ আছে, ওয়ার্ল্ড কাপ আছে, সাউথ আফ্রিকায় ট্যুর আছে, অস্ট্রেলিয়া ট্যুর আছে। যখন বাচ্চারা ব্রেক পাবে, তখন বিয়ে করবে। একদিনে তো আর বিয়ে হবে না!’ 

সুনীল আরও বলেন, ‘এখন বাবা চায় মেয়ে আছে যখন জলদি বিয়ে করে নিক। কিন্তু একবার রাহুল ব্রেক পেয়ে যাক, বাচ্চারা ঠিক করুক কবে, কেন না আপনি ক্যালেন্ডার দেখলে ভয় পেয়ে যাবেন। একদিন বা দুদিনের গ্যাপ থাকছে, আর এই দুদিনে তো আর বিয়ে হতে পারে না। তো এখন এই, যখন সময় মিলবে তখনই প্ল্যান করা হবেই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন