You have reached your daily news limit

Please log in to continue


ঘরে ২ দিন পড়ে ছিল নারীর লাশ, পাশে ছিল আড়াই বছরের সন্তান

সিলেট নগরীর বালুচরে তালাবদ্ধ ঘর থেকে এক ওমান প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে (২৪ আগস্ট) বাসার তালা ভেঙে লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘরের ভেতর থেকে ওই নারীর আড়াই বছর বয়সী শিশু সন্তানকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। ওই নারীর শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

পুলিশ জানায়, বালুচরের পাঁচতলা একটি ভবনের নিচতলায় মেয়েকে নিয়ে থাকতেন ওমান প্রবাসীর স্ত্রী। মঙ্গলবার রাতে বাসার ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের সন্দেহ হয়। এ সময় বাসার দরজা বাইরে থেকে তালা দেওয়া দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, তালা ভেঙে ঘরে প্রবেশ করে খাটের ওপর ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখি। মরদেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পাশেই পড়েছিল তার শিশু সন্তান। কাছে গিয়ে দেখতে পাই শিশুটি নিঃশ্বাস নিচ্ছে। তাৎক্ষণিকভাবে শিশুটিকে হাসপাতালে পাঠাই, বাচ্চাটি জীবিত আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন