করোনা টিকার বুস্টার ডোজে বেড়েছে অ্যান্টিবডি : গবেষণার ফল
অ্যান্টিবডির পরিমাণ কমে যাওয়ায় করোনা টিকার বুস্টার ডোজ গ্রহণকারীদের চতুর্থ ডোজ নিতে হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্বস্বাস্থ্য সংস্থা ও সংশ্লিষ্ট দেশের সরকারগুলো। তবে বুস্টার ডোজ গ্রহণের এক মাস পরে শতভাগ অংশগ্রহণকারীদের দেহেই অ্যান্টিবডি পাওয়া গেছে। প্রায় সকলের ক্ষেত্রেই এর মাত্রা পুনরায় বেড়ে দাঁড়িয়েছে ২০৮৭৮ AU/mL(আরবিট্রারি ইউনিট পার মিলিলিটার)। তবে বুস্টার ডোজ নেওয়ার ছয় মাস পরেও শতভাগ অংশগ্রহণকারীদের দেহেই এন্টিবডি পাওয়া যায় । কিন্তু প্রায় সকলের ক্ষেত্রেই এন্টিবডির মাত্রা কমে গড় মাত্রা দাঁড়িয়েছে ১০৬৭৫.৭ AU/mL। এর মধ্যে যাদের কোভিড আক্রান্ত হওয়ার ইতিহাস আছে, তাদের ক্ষেত্রেই অ্যান্টিবডির মাত্রা বৃদ্ধি পেয়েছে। রক্তের প্যারামিটারগুলোতে (হিমোগ্লোবিন, প্লেটলেটসহ অন্যান্য) উল্লেখযোগ্য কোনো পরিবর্তন পরিলক্ষিত হয়নি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কোডিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়ে পরিচালিত গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এ ফল ঘোষণা করেন গবেষণার প্রধান পৃষ্ঠপোষক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।