কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বৃষ্টি হবে, গরমও থাকবে

বাংলা ট্রিবিউন আবহাওয়া অধিদফতর প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২, ১৯:২৯

আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে যেমন বৃষ্টি হতে পারে, তেমনি ভ্যাপসা গরম এবং তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে নদীর তীরবর্তী এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে নদীবন্দর গুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


আবহাওয়া অধিদফতর জানায়, ভারতের উত্তর মধ্যপ্রদেশ এবং আশেপাশের এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি বর্তমানে পশ্চিম মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।


আবহাওয়াবিদ আবদুল মান্নান, বলেন, এই সময়ে এই ধরনের আবহাওয়া স্বাভাবিক।  যে পরিমাণ বৃষ্টি হলে গরম কমবে সেই পরিমাণ বৃষ্টি হচ্ছে না। ফলে বৃষ্টির পরে ভ্যাপসা গরম আবার বেড়ে যাচ্ছে। এই আবহাওয়া থাকতে পারে আরও কয়েকদিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও