You have reached your daily news limit

Please log in to continue


তান্ত্রিকের পরামর্শে জনসমক্ষে নারীকে বিবস্ত্র করে গোসল, অভিযুক্ত স্বামী-শ্বশুর

পুত্রসন্তান পেতে তান্ত্রিকের পরামর্শে জনসমক্ষে নিরাবরণ হয়ে নারীকে গোসল করানোর অভিযোগ উঠেছে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ভারতের মহারাষ্ট্রের পুণেতে ঘটনাটি ঘটেছে।

নারীর অভিযোগের পর পুণে পুলিশ রবিবার তার স্বামী, শ্বশুর-শ্বাশুড়ি এবং 'মাওলানা বাবা জমাদার' নামে ওই তান্ত্রিকসহ চার জনের বিরুদ্ধে মামলা করে তদন্ত শুরু করেছে।

অভিযোগ উঠেছে, সম্প্রতি ওই তান্ত্রিকের দ্বারস্থ হন নারীর শ্বশুরবাড়ির লোকেরা।

তান্ত্রিক জানান, যদি ওই নারী জনসমক্ষে বস্ত্রহীন হয়ে জলপ্রপাতের নীচে গোসল করেন, তাহলে তিনি পুত্রসন্তানের জন্ম দেবেন। এর পরই জোর করে ওই নারীকে রায়গড় জেলায় নিয়ে যাওয়া হয় এবং জনসম্মুখে বিবস্ত্র হয়ে স্নান করতে বাধ্য করে তার পরিবারের লোকজন।

পুণের ভারতী বিদ্যাপীঠ থানার পুলিশ কর্মকর্তা জগন্নাথ কালাস্কর জানান, ২০১৩ সালে ওই নারীর বিয়ে হয়। তার পর থেকেই পণ এবং পুত্রসন্তান জন্ম দেওয়ার জন্য চাপ দিয়ে মানসিক এবং শারীরিকভাবে তাকে নির্যাতন করতো স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা।  

অভিযোগ উঠেছে, ওই নারীর শ্বশুরবাড়ির সদস্যরা আগেও ছেলের জন্ম দেওয়ার জন্য বিভিন্ন তান্ত্রিকের দ্বারস্থ হন এবং ওই নারীর ওপর চাপ সৃষ্টি করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন