নাঈমকে নিয়েই আজ দুবাই যাচ্ছে দল

সমকাল প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২, ১২:৩৯

নির্বাচকদের চোখ ছিল নাঈম শেখ ও সৌম্য সরকারের ওপর। এ দলের ওয়ানডে ম্যাচ রান করলেই এশিয়া কাপের দলে জায়গা করে নিতেন সৌম্য। কিন্তু তিনি ভালো করতে না পারায় কপাল খুলেছে নাঈমের। ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করে এশিয়া কাপের দলে জায়গা করে নিয়েছেন তিনি। 


উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে প্রথমে দলে রাখা হলেও গতকাল বাদ দেওয়া হয়েছে। তাঁর অস্ত্রোপচার হওয়া আঙুলের পিন খোলা হয়নি এখনও। গোড়ালির চোট নিয়ে টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ। ১৬ জনের স্কোয়াডে চারজন পেসার থাকায় হাসান মাহমুদের বিকল্প নেওয়া হয়নি। 


বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, পেসার শরিফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরীকে অপেক্ষমাণ রাখা হয়েছে। সে যাই হোক, সাকিব আল হাসানের নেতৃত্বে আজ দুবাই যাচ্ছে বাংলাদেশ দল। ৩০ আগস্ট এশিয়া কাপের ম্যাচ খেলতে নামবেন তাঁরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও