ঋতুস্রাবের সময় নারী কর্মীদের লাল স্টিকার পরতে বললেন ক্যাফে মালিক
অস্ট্রেলিয়ার বাসিন্দা অ্যান্থনি একটি ক্যাফের মালিক। কর্মীদের বিতর্কিত একটি নির্দেশনা দিয়ে চরম সমালোচনার মুখে পড়েছেন তিনি।
অ্যান্থনির ক্যাফেতে অনেক নারী কর্মী কাজ করেন। মাসের কয়েকটি দিন নারীদের ঋতুস্রাবের কারণে অস্বস্তিতে কাটে।
ওই দিনগুলোতে যেন তার কাফের কর্মীরা একটু হলেও বিশ্রাম পেতে পারেন, তাই তিনি নারী কর্মীদের জন্য একটি নিয়ম চালু করেছেন।
তিনি বলেছেন, ঋতুস্রাব চলাকালীন পোশাকে যেন একটি লাল স্টিকার আটকে রাখেন নারী কর্মীরা। তাতে ক্যাফে কর্তৃপক্ষ এবং গ্রাহকরা বুঝতে পারবেন তার ঋতুস্রাব চলছে। সে অনুসারে ওই কর্মীকে কাজের দায়িত্বও কিছুটা কম দেওয়া হবে।
তাছাড়া, ওই সময়ে নারীরা নানা শারীরিক অস্বস্তির মধ্যে দিয়ে যান। বিশ্রামের প্রয়োজন হয়। কিন্তু কারো ঋতুস্রাব হয়েছে কি না, তা বোঝা সম্ভব নয়। স্টিকারটি থাকলে ক্যাফে কর্তৃপক্ষ বুঝতে পারবেন।
অ্যান্থনির এই ঘোষণা বেশিরভাগ মানুষের কাছে নারীদের জন্য ‘অসম্মানজনক’ বলে মনে হয়েছে। কেউ তার ঋতুস্রাবের খবর বাইরে প্রকাশ করতে না চাইতেও পারেন। কর্মী বলেই জোর করে কিছু চাপিয়ে দেওয়া কর্তৃপক্ষের উচিত হবে না বলে মনে করছেন অনেকে।