You have reached your daily news limit

Please log in to continue


বিগব্যাশে খেলতে ক্রিকেটারদের এনওসি দিলো পিসিবি

সপ্তাহ কয়েক আগে পিসিবি জানিয়েছিল, আসন্ন বিগ ব্যাশ লিগে কোনও পাকিস্তানি খেলোয়াড়কে  এনওসি দেবে না তারা। কিন্তু অবশেষে তাদের সে সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছে। ড্রাফটে পাকিস্তানি ক্রিকেটারদের নাম তালিকাভুক্ত হওয়ায় তাদের অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

প্রথম ড্রাফটের না থাকলেও মনোনীত নতুন তালিকায় প্লাটিনাম ক্যাটাগরিতে উঠেছে অলরাউন্ডার শাদাব খানের নাম, যেখানে তার সঙ্গে আছেন ট্রেন্ট বোল্ট, আন্দ্রে রাসেল, জেসন রয়ের মতো তারকারা। পাকিস্তানের ক্রিকেটারদের বহরে আরও আছেন মোহাম্মদ আমির, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, উমর আকমল, কামরান আকমল ও ওয়াহাব রিয়াজ। তিন ফরম্যাটে খেলা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদিরা এই তালিকায় নেই। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ব্যস্ত মৌসুম কাটাবেন তারা। এরপর শুরু হবে পাকিস্তান সুপার লিগ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন