লিভারপুলের বিপক্ষে রোনালদোকে দলে না রাখার পরামর্শ রুনির

প্রথম আলো প্রকাশিত: ২১ আগস্ট ২০২২, ১৮:৩৪

টানা দুই ম্যাচে হার দিয়ে লিগ শুরু করা ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে দাঁড়াতে মরিয়া। প্রিমিয়ার লিগে এবার নবাগত দল ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে উড়ে যাওয়ার পর ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগ ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা বলেওছেন।


ঘুরে দাঁড়াতে হলে কী করতে হবে ইউনাইটেডকে? দলটির সাবেক তারকা ওয়েইন রুনি সে পরামর্শই দিয়েছেন টেন হাগকে। ইউনাইটেডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রুনির মতে, ঘুরে দাঁড়াতে হলে ইউনাইটেডকে মাঠে তরতাজা তরুণ খেলোয়াড় নামাতে হবে। ‘বুড়ো’ খেলোয়াড়দের নিয়ে ইউনাইটেড আর ঘুরে দাঁড়াতে পারবে না বলেই মনে করেন রুনি।


ইউনাইটেডের পরবর্তী ম্যাচ আগামীকাল, ঘরের মাঠে প্রতিপক্ষ লিভারপুল। এ ম্যাচে মাঠের খেলায় প্রাণসঞ্চার করতে হলে, ভালো খেলতে হলে এবং সর্বোপরি ম্যাচ জিততে হলে ইউনাইটেডকে কী করতে হবে, সেটাও বলে দিয়েছেন রুনি।


টেন হাগকে তিনি পরামর্শ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো আর মার্কাস রাশফোর্ডকে এ ম্যাচে না নামাতে। ইংল্যান্ডের পত্রিকা দ্য টাইমসে এক কলামে রুনি লিখেছেন, ‘আমি (ইউনাইটেডের কোচ হলে) ক্রিস্টিয়ানো রোনালদো আর মার্কাস রাশফোর্ডকে খেলাতাম না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও