শ্রীরামের হাত ধরে পরিবর্তনের আশা সুজনের

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ আগস্ট ২০২২, ২০:১৪

খেলোয়াড়ি জীবনটা খুব বেশি উজ্জ্বল নয়। সাকুল্যে ৮টি ওয়ানডে খেলেছেন। ভারতের সাড়া জাগানো ফ্র্যাঞ্চাইজি আসর আইপিএলেও মাত্র ৩ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। তবে খেলা ছেড়ে কোচিংয়েই সুনাম কুড়িয়েছেন বেশি।


শ্রীধরন শ্রীরাম ভারতের নামী কোচদের তালিকায় নাম করে নিয়েছেন এরই মধ্যে। তাকে ভাবা হয় টি-টোয়েন্টি স্পেশালিস্ট। তাই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এ ভারতীয়কে তিনমাসের প্রাথমিক চুক্তিতে আনা হচ্ছে ঢাকায়।


বিসিবির আশা, এ স্পেশালিস্ট কোচের হাতের ছোঁয়ায় বাংলাদেশের টি-টোয়েন্টি দলের চেহারাও পাল্টে যাবে। বিসিবি পরিচালক ও টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কথা শুনে মনে হচ্ছে, বিসিবি শ্রীরামের কাছ থেকে নতুনত্বের আশা করছেন।


আজ শনিবার দুপুরে শেরে বাংলায় টিম বাংলাদেশের প্র্যাকটিস শেষে মিডিয়ার সঙ্গে আলাপে টাইগারদের নতুন টেকনিক্যাল ডিরেক্টর শ্রীরাম সম্পর্কে বলতে গিয়ে সুজন বলেন, ‘শ্রীরামকে আমি চিনি আমি ওর সাথে খেলেছি। তবে ও কোচিং কিভাবে করায় সেটা আমিও জানি না।’


তবে শ্রীরামের কাছে তার প্রত্যাশা অনেক বেশি। কারণ তার খুব ভালো জানা এ ভারতীয়ের কোচিং ব্যাকগ্রাউন্ড বেশ সমৃদ্ধ। তাই সুজনের মুখে এমন প্রশংসাসূচক মন্তব্য, ‘ওর (শ্রীরামের) ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং এবং সবাই ওকে নিয়ে কাজ করছে।’


শ্রীরাম আপাততঃ টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে যোগ দিচ্ছেন, এমনটা জানিয়ে সুজন বলেন, ‘শ্রীরাম আপাতত টেকনিক্যাল কনসাল্টটেন্ট হিসাবে জাতীয় দলের যোগ দিচ্ছেন এশিয়া কাপ এবং বিশ্বকাপ পর্যন্ত।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও