You have reached your daily news limit

Please log in to continue


সিরিয়ায় বাজারে রকেট হামলা, শিশুসহ নিহত ২০

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক সমর্থিত বাহিনীর সঙ্গে দেশটির বাহিনীর হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। এ ঘটনায় আরো অর্ধশত মানুষ আহত হয়েছে।

যুদ্ধ পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে এএফপি এ তথ্য দিয়েছে।

গতকাল শুক্রবার তুরস্ক নিয়ন্ত্রিত সীমান্ত শহর আল বাব-এ প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বাহিনীর কামানের গোলায় হতাহতের ঘটনাটি ঘটে। সেখানকার একটি বাজারে এবং আবাসিক এলাকায় হামলা হয়েছে।

তুর্কি ড্রোন হামলায় কুর্দি নিয়ন্ত্রিত হাসাকাহ প্রদেশের স্মোকেহ গ্রামে চার কিশোরী নিহত হয়েছে এবং ১১ জন আহত হয়েছে। তারা পুনর্বাসন কেন্দ্রে ছিল।

অপর স্থানে হামলার ঘটনায় ১৬ জন বেসামরিক লোক নিহত এবং ৩৮ জন আহত হয়েছে। কুর্দি নিয়ন্ত্রিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মুখপাত্র এ ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। এসডিএফের মিডিয়া বিভাগের প্রধান ফরহাদ শামি বলেন, শুক্রবারের হামলার ব্যাপারে তারা কিছুই জানেন না।

এএফপি তাদের প্রতিবেদনে বলছে, একটি বাজারে হামলা হলে বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন