কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গোড়ালিতে চোট পেলেন হাসান মাহমুদ

বার্তা২৪ প্রকাশিত: ২০ আগস্ট ২০২২, ১৪:৩২

চোট যেন পিছু ছাড়ছে না হাসান মাহমুদের। দীর্ঘদিন ইনজুরির সঙ্গে লড়াই করে ফেরা এই ক্রিকেটার আবারও নতুন এক চোটে পড়েছেন। যে কারণে আসন্ন এশিয়া কাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে খেলা হচ্ছে না তার।


শনিবার (২০ আগস্ট) এশিয়া কাপের দলীয় অনুশীলনের প্রথম দিনের গোড়ালিতে চোট পান হাসান। সাথে সাথে মাঠ ছাড়েন এই পেসার। এই মুহুর্তে তিনি বিসিবি মেডিকেল টিমের পর্যবেক্ষণে আছেন।


ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। আপাতত ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন এই পেসার।


ফোনে ক্রিকফ্রেঞ্জিকে দেবাশীষ বলেন, ‘হাসান ডান পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছে। এখন তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছি। তবে সে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে পারছে না। এক্স-রে করানো হবে, এরপর চোটের অবস্থা বোঝা যাবে।’


চোটের কারণে লম্বা সময় জাতীয় দলের বাইরে ছিলেন হাসান। গত বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে গিয়ে পিঠের চোটে পরে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন ডানহাতি এই পেসার। চোট কাটিয়ে প্রায় বছরখানেক পর সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলেছেন তিনি।


মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ৭ ম্যাচে ৬ উইকেট নেয়া এই পেসারকে পরবর্তীতে যুক্ত করা হয় বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে। এরপর জিম্বাবুয়ে সফর ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে সুযোগ পান হাসান।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও