শ্রীলঙ্কায় ডিমের দাম কমছে
আগামী সোমবার থেকে ডিমপ্রতি ৫ রুপি দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। শুক্রবার কস্ট অব লিভিং কমিটি এবং কনজ্যুমার অ্যাফেয়ার্স অথরিটির (সিএএ) সঙ্গে বৈঠকের পর অল আইল্যান্ড পোল্ট্রি অ্যাসোসিয়েশন অব শ্রীলঙ্কা (এআইপিএএসএল) এই সিদ্ধান্ত নিয়েছে।
ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী একটি লাল ডিম ৬১ রুপি থেকে কমে ৫৫ রুপিতে বিক্রি হবে এবং একটি সাদা ডিম দাম ৬০ রুপি থেকে কমে ৫৫ রুপিতে বিক্রি হবে।
অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা জানান, স্থানীয় বাজারে ডিমের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কস্ট অব লিভিং কমিটি, সিএএ এবং পোল্ট্রি অ্যাসোসিয়েশনসহ আরও বেশ কয়েকটি সংস্থা এই বৈঠকে ডাকে। আলোচনার সময় সিএএ ঘোষণা করে যে, তারা ডিমের নিয়ন্ত্রণ মূল্য আরোপ করবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- দাম কমানো
- ডিমের দাম