![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fhealth%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmujib-medical-university-fi-20220819191536.jpg)
প্রস্তুত দেশের ১ম সুপার স্পেশালাইজড হাসপাতাল, মিলবে যেসব সুবিধা
শিগগির চালু হচ্ছে দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল। রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে এ হাসপাতালটি ৭৫০ শয্যার। নির্মাণব্যয় ১৩শ কোটি টাকা। বিশেষায়িত এ হাসপাতালে থাকবে আধুনিক পরীক্ষা-নিরীক্ষাসহ নানান সুবিধা। আর খরচও থাকবে সাধারণের নাগালে।
হাসপাতালটি উদ্বোধন করা হবে আগামী ২৮ আগস্ট। সব ঠিক থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।