এটিই দুর্দশার শেষ মাস, আগামী মাস থেকে সমস্যা থাকবে না
জ্বালানি তেল ও জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের ঘাটতিতে দেশের মানুষর কষ্টে আছেন বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘মানুষের কষ্ট দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কষ্ট পান। আমরা সাময়িক অসুবিধায় আছি। তবে এই মাসই দুর্দশার শেষ মাস। আগামী মাস থেকে এসব সমস্যা থাকবে না। আমরা আবার উন্নয়নের দিকে যাব। জিনিসপত্রের দাম মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা হবে।’
আজ শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে সুনামগঞ্জে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুপুরে পৌর শহরের কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে এই আলোচনা সভা হয়। পরে শহরে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
একটি মহল আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, তারা রাজপথ দখলে নিয়ে মানুষকে কষ্ট দেয়। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।