এফডিসি থেকে অরুণা বিশ্বাসের ফোন, ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্র চুরি

প্রথম আলো বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২, ১৫:৫৮

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর একটি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। এখান থেকেই চুরি হয়ে গেল চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাসের ব্যবহৃত ব্যাগ, যে ব্যাগে ছিল তাঁর আইফোন ১১ সিরিজ, স্যামসাং এ ৭৫, জাতীয় পরিচয়পত্র, ক্রেডিট কার্ড, ঘরের চাবিসহ আরও অনেক কিছু। এফডিসির মতো জায়গা থেকে এসব হারিয়ে হতবাক দেশের চলচ্চিত্রের গুণী এই অভিনেত্রী। গতকাল বৃহস্পতিবার বিকেলে এফডিসির শোক দিবসের একটি অনুষ্ঠান শুরুর আগে এসব চুরি হয়ে যায় বলে নিশ্চিত করেন তিনি।


ব্যাগ চুরির খবরটি অরুণা বিশ্বাস ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন। আজ শুক্রবার তিনি লিখেছেন, ‘চুরি হয়ে গেল ব্যাগ এফডিসির ভেতর থেকে, সব ছিল ওখানে। যদি ইন্ডাস্ট্রির কেউ জানেন, কারা এসব কাজ করেন, প্লিজ সাহায্য করুন।’ এই পোস্ট দেওয়ার পর কথা হয় অরুণা বিশ্বাসের সঙ্গে। তিনি বলেন, ‘এফডিসিতে শোক দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শুরুর আগে সাংবাদিকদের ডাকছিলেন কথা বলার জন্য। আমি আর অঞ্জনা দিদি তখন একসঙ্গে বসা ছিলাম। একপর্যায়ে সঙ্গে থাকা ব্যাগ চেয়ারে রেখে কথা বলতে যাই। অঞ্জনা দিদিকে বলি, দেখে রেখো ব্যাগটা। কথা বলা শেষে এসে দেখি, ব্যাগ আর নেই! আমি তো হতভম্ব হয়ে যাই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও