ঐতিহাসিক লর্ডসে ব্রডের অনন্য রেকর্ড
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডস টেস্টের দ্বিতীয় দিন একটিমাত্র উইকেট পেয়েছেন স্টুয়ার্ট ব্রড। তাতেই অন্যরকম এক ইতিহাস গড়ে ফেলেছেন ইংল্যান্ডের এ ডানহাতি পেসার। বিশ্বের মাত্র দ্বিতীয় বোলার হিসেবে ঐতিহাসিক লর্ডসে উইকেটের সেঞ্চুরি করেছেন ৩৬ বছর বয়সী ব্রড। ইনিংসের ৬৩তম ওভারে কাইল ভেরাইনাকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করে লর্ডসে উইকেটের সেঞ্চুরি পূরণ করেছেন ব্রড।
তার আগে এই কীর্তি করে দেখানো একমাত্র বোলার হলেন তারই স্বদেশী ও দীর্ঘদিনের সতীর্থ জিমি অ্যান্ডারসন। আর কেউ এর ধারেকাছেও নেই। লর্ডসে উইকেটের সেঞ্চুরি পূরণের মাধ্যমে আরও একটি অনন্য রেকর্ডেও নাম তুলেছেন ব্রড। সেটি হলো নির্দিষ্ট কোনো মাঠে ১০০ টেস্ট উইকেটের রেকর্ড। যা তার আগে করতে পেরেছেন মাত্র তিনজন বোলার। এর মধ্যে মুত্তিয়া মুরালিধরন তিনটি ভিন্ন মাঠে করেছেন উইকেটের সেঞ্চুরি। কলম্বোর এসএসসি গ্রাউন্ডে মুরালির উইকেটসংখ্যা ১৬৬টি।