কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নাঈমের সেঞ্চুরি আর সাব্বিরের ফিফটিতে ‘এ’ দলের জয়

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২, ১১:৪২

দুইটি চার দিনের ম্যাচে প্রত্যাশা মেটাতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। তিনটি একদিনের ম্যাচে প্রথমটিও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের কাছে পাত্তা পায়নি সফরকারীরা। অবশেষে ওয়েস্ট ইন্ডিজে জয়ের দেখা পেল বাংলাদেশ। দ্বিতীয় একদিনের ম্যাচে ক্যারিবিয়ানদের ৪৪ রানে হারিয়েছে সফরকারীরা। এই জয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ 'এ' দল। আগামীকাল সিরিজ নির্ধারণী ম্যাচ।



সেঞ্চুরি পেয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম। এশিয়া কাপের দলে জায়গা পাওয়া সাব্বির রহমানও রানের দেখা পেয়েছেন। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের অধিনায়ক জশুয়া ডি সিলভা। নাঈমের ১০৩ ও সাব্বিরের ৬২ রানের সুবাদে ৬ উইকেটে ২৭৭ রান তোলে বাংলাদেশ ‘এ’ দল। তাড়া করতে নেমে ৯ উইকেটে ২৩৩ রানে থামে স্বাগতিকদের ইনিংস।



বাংলাদেশের হয়ে ৩২ রানে ৩ উইকেট নেন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। ৪৪ রানে ২ উইকেট নেন আরেক পেসার রেজাউর রহমান রাজা। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৮০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে ভালোভাবেই ঘুরে দাঁড়ায় তারা। ১১৬ বলের ইনিংসে ১৪ চার আর এক ছক্কায় ১০৩ রান করেন জাতীয় দলের বাইরে থাকা ওপেনার নাঈম। দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান এসেছে ছয়ে নামা সাব্বিরের ব্যাট থেকে। ৬ চার আর এক ছক্কায় নিজের ইনিংসটি সাজান সাব্বির।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও