লঞ্চে প্রসূতির সন্তান প্রসব
ঢাকা-বরিশাল নৌরুটে বরিশালগামী এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চে ঝুমুর নামে এক প্রসূতি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে লঞ্চটির ডেকে ধাত্রীর সহায়তায় সন্তান ভূমিষ্ঠ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিন্স আওলাদ লঞ্চের সুপারভাইজার হৃদয় খান। তিনি বলেন, ওই নারীর বাড়ি বরিশালের গোড়িয়ার পাড়ে।
সঙ্গে তার দু’জন স্বজন রয়েছেন। তবে স্বামী ছিলেন না। আমারা জেনেছি তার সন্তান প্রসবের নির্ধারিত সময় ছিল আরো ২২ দিন পরে। এই প্রস্তুতি নিয়েই মূলত তিনি স্বজনদের নিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু লঞ্চে ওঠার পরে অসুস্থ হয়ে পড়েন। ঢাকা সদরঘাট ত্যাগ করার পরে রাত সাড়ে ৯টার দিকে ওই মায়ের প্রসব বেদনা ওঠে। আমরা তাকে কেবিনে নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু সিঁড়ি বেয়ে ওপরে তোলা সম্ভব না বলে পরিবারের স্বজনরা সিদ্ধান্ত নেন ডেকে রাখতে। হৃদয় খান বলেন, প্রথমে লঞ্চে কোনো ডাক্তার বা নার্স পাওয়া যাচ্ছিল না। একজন ধাত্রী সহায়তার জন্য এগিয়ে আসেন। যদিও পরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন নার্সকে আমরা পাই। রাত ১টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন ওই প্রসূতি। আমরা বরিশাল নদীবন্দরে পৌঁছানোর জন্য দ্রুত লঞ্চ চালাচ্ছি। যেন দ্রুত তাদের হাসপাতালে পৌঁছাতে পারি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সন্তান প্রসব
- লঞ্চ যাত্রা