You have reached your daily news limit

Please log in to continue


‘রোনালদোর হেরে যাওয়ার সময় নেই’

ম্যানচেস্টার ইউনাইটেডের লম্বা প্রজেক্টের অংশ হওয়া, ম্যাচে হেরে যাওয়া এসবের সময় কিংবা মানসিকতা কোনটাই ক্রিস্টিয়ানো রোনালদোর নেই বলে উল্লেখ করেছেন তার সাবেক পর্তুগিজ সতীর্থ ন্যানি। তার মতে, সিআরসেভেন গোল করতে চান, জিততে চান এবং সেরা হতে চান। 

রোনালদোর ওল্ড ট্রাফোর্ড ছাড়তে চাওয়ার কারণ কী হতে পারে রিও ফার্নান্দেজের এমন প্রশ্নে সাবেক ম্যানইউ মিডফিল্ডার ন্যানি এসব মন্তব্য করেছেন। তার মতে, রোনালদো আগের মতো সেই ছোট্টটি নেই। তবে পুরনো সেই জয়ের ক্ষুধা এখনও আছে। 

ন্যানি বলেন, ‘অনেক বছর আগে রোনালদোর সঙ্গে খেলেছি। সেই তরুণ নেই সে। সময় বদলেছে, প্রতিক্রিয়া-মানসিকতা বদলেছে। কিন্তু রোনালদোর সেই আগের মতো জিততে চাওয়ার ক্ষুধা আছে। দল খারাপ করলে সে তাই প্রতিক্রিয়া দেখায়। ওটা তো মাঝে মধ্যে আমরাও দেখাতাম।’ 

পর্তুগিজ যুবরাজের ক্লাব ছাড়তে চাওয়া নিয়ে সাবেক মিডফিল্ডার বলেন, ‘রোনালদো আবার ম্যানইউতে ফিরেছে। কিন্তু ভিন্ন এক সময়ে, ভিন্ন পরিস্থিতিতে। সে এমন এক সময়ে ম্যানইউ’তে আছে, যখন কোচ নতুন প্রজেক্ট দাঁড় করানোর চেষ্টা করছেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন