কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অভিবাসীবান্ধব প্রক্রিয়াই একমাত্র সমাধান

কালের কণ্ঠ এ কে এম আতিকুর রহমান প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২, ০৯:২০

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর গত ৯ আগস্ট মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের পদার্পণ ঘটল। এই যাত্রায় ৫৩ জন কর্মী গেল দেশটিতে। উল্লেখ্য, ২০১৮ সালের মে মাসে মালয়েশিয়ায় সরকারের পরিবর্তন হলে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগপ্রক্রিয়ায় অসদাচরণের ব্যাপক অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই বছরের সেপ্টেম্বরে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর অনেক কাঠখড় পোড়ানোর পর দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনার পরিবেশ সৃষ্টি হয় এবং মালয়েশিয়া নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়।


তবে করোনা মহামারি আলাপ-আলোচনার গতি কিছুটা মন্থর করলেও দুই দেশের মতৈক্যের ধারাবাহিকতায় গত বছরের ডিসেম্বর মাসে কুয়ালালামপুরে দুই দেশের মধ্যে এসংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আর তারই অনুসরণে এই দলটি প্রেরণের মাধ্যমে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হলো। আশা করি, সামনের দিনগুলোতে কমবেশি হারে ওই দেশটিতে আমাদের কর্মীদের যাত্রা অব্যাহত থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও