You have reached your daily news limit

Please log in to continue


অপু গেলেন কলকাতায়, জয় থাকবে শাকিবের কাছে

শাকিব খান ৯ মাস প্রবাস জীবন যাপন করে আজ দেশে ফিরলেন। নায়ককে  বরণ করে নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  উপস্থিত হোন এই নায়কের শতাধিক ভক্ত।  এ সময় বিমানবন্দরে শাকিব খানের প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসকেও দেখা যায়!


প্রশ্ন জাগতে পারে শাকিব খানকে বরণ করতেই কি অপু বিশ্বাস বিমান বন্দরে? উত্তর হবে না। তিনি আজ দেশ ছাড়ছেন। যাচ্ছেন কলকাতায়। 

জানা গেছে কলকাতায় মুক্তি পাচ্ছে অপু বিশ্বাস অভিনীত ছবি  ‘আজকের শর্টকাট’। মুক্তি উপলক্ষে ছবিটির প্রচারণায় অংশ নিতেই কলকাতায় যাওয়া যার। তাই বিমানে উড়তেই এয়ারপোর্টে এই নায়িকা। ফিরবেন আগামী ২৫ আগস্ট।  এর মধ্যে ৫ থেকে ৭ দিন ছেলে আব্রাম খান জয় শাকিব খানের কাছেই থাকবেন বলে জানালেন।


অপু বিশ্বাস বলেন, আমার অভিনীত প্রথম কলকাতার ছবি মুক্তি পাচ্ছে। তাই কলকাতায় যাচ্ছি। আমি সব সময় চেষ্টা করি সিনেমার প্রচারে অংশ নিতে। তাছাড়া এটি আমার প্রথম কলকাতার সিনেমা।  ছবিটির প্রচারণায় অংশ নিয়ে আগামী ২৫ আগস্ট ঢাকা ফিরবো। 


জয়কে কার কাছে রেখে যাচ্ছেন? প্রশ্ন রাখলে অপু বিশ্বাস বলেন, আজ ছেলের বাবা দেশে ফিরেছ। পাঁচ-সাতদিন তো বাবার কাছেই থাকবে। বাবাকে ওর বেশ পছন্দ। বাবা ফিরবে বলে সেও একসাইটেড। আমার ছেলে এক্সাইটমেন্টকে আমিও বেশ গুরুত্বসহকারে নেই।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন